রাইজিংবিডি ডট কম:
হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা শাহ আহমদ শফী ১০ দিন ধরে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে হেলিকপ্টার যোগে আল্লামা শফী মাদ্রাসায় ফিরে আসেন। এসময় মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা ও হেফাজত নেতৃবৃন্দ আল্লামা শফীকে স্বাগত জানান এবং আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাইন্দ্দুীন রুহী আল্লামা শফীর সুস্থ হয়ে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে জানান, হুজুর এখন অনেক সুস্থ। তিনি সবার সঙ্গে কথা বলছেন। মাদ্রাসার সবার খোঁজ খবর নিচ্ছেন।
উল্লেখ্য ১০৩ বছর বয়সী আল্লামা শফীকে বার্ধক্যজণিত অসুস্থতায় গত ১৩ এপ্রিল চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৬ এপ্রিল হেলিকপ্টার যোগে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।