বগুড়াসারা বাংলা সোনাতলার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাকে ফুলেল শুভেচ্ছা By দৃষ্টি ২৪ - November 11, 2020 0 163 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp শেখ মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সোসাইটি সোনাতলা শাখার পক্ষ থেকে সোনাতলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ শাকিরুল ইসলাম,কামরুজ্জামান কমেল, মামুন, রিপন, রুমান, টাইফুল, মোতান, আসিক, রায়হান, মাহাবুর, ইরশাদুল, পিন্টু এবং সনিবাংলা টিভির প্রোগ্রাম ডিরেকটর শেখ মনিরুল ইসলাম।