জেলা পুলিশ বগুড়া:
বগুড়ার সোনাতলা উপজেলায় এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পার শামপুর গ্রামের মেয়ে। এ ঘটনায় মামলা হওয়ার পুলিশ আজ শুক্রবার ধর্ষক সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিন বয়ড়া গ্রামের মৃত নুরুল ইসলাম @টুনু মন্ডলের ছেলে উজ্বল হোসেন (২৫)কে গ্রেফতার করেছে।
কিশোরীর বাবার সাথে ধর্ষক উজ্বল হোসেনের মরিচ ক্রয় বিক্রয় নিয়ে সম্পর্ক গড়ে উঠার এক পর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোরী নানার বাড়িতে যাওয়ার পথে উজ্জ্বল হোসেনের সাথে দেখা হলে সে মেয়েটিকে সোনাতলা থানাধীন দক্ষিন বয়ড়া গ্রামস্থ জনৈক মোঃ জাহিদুল ইসলাম পিতা-মোঃ আয়েজ উদ্দিন এর বাড়ীতে পরিবার না থাকায় সুযোগে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে। মেয়েটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করা হলে ধর্ষক33 উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।