স্টাফ রিপোর্টার
বগুড়া সোনাতলা উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়, নির্বাচন পরিচালনা কমিশন গঠন করা হয়েছে। গত ১২ ডিসেম্বর সোনাতলা প্রেসক্লাবের সাধারন সভায় সর্বসম্মতি ক্রমে এ সিন্ধান্ত নেওয়া হয়। একই সাথে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার লক্ষে তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
১৫ ডিসেম্বর ২০২০ হতে নির্বাচন কমিশন সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে কাজ শুরু করেছেন। প্রেসক্লাবের গঠিত নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান হলেন, সিনিয়র সাংবাদিক ,কাজী হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার ও জাহিনুর ইসলাম ও ইসমাইল হোসেন।
নির্বাচন কমিশনের প্রথম কর্মদিবস প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলার আয়োজনের মধ্যদিয়ে অতিবাহিত করেছেন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।