স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়ার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ঐতিহাসিক সাতমাথাসহ ৫ টি পয়েন্টে মাস্ক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
করোনা ভাইরাস প্রার্দুভাব ঠেকাতে এই কর্মসূচিতে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাজা বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, সংগঠনের মুখপাত্র খালিদ হাসানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বন্ধন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা সৈয়দ সোহেল আহম্মেদ লিটন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাফর, সহ-সভাপতি কামাল, রাব্বি, সহ- সাধারণ সম্পাদক মনির, মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়তি, দপ্তর সম্পাদক তানিন, কাশেম, মুরাদ প্রমুখ।