স্টাফ রিপোর্টার
দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর আগে, এখনো তাদের ভাগ্যর উন্নয়ন তো দূরের কথা, নিজ ভিটেমাটি হারিয়ে অনেকেই আবার মিথ্যা মামলায় জড়িয়ে পথে বসার উপক্রম হয়েছে, এমন দাবি করে আদিবাসীগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মানববন্ধন কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার বেলা ১১ টায় শহরের ঐতিহাসিক সাতমাথায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের তৃণমূল নেতা বিমল রবিদাশ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সন্তোষ শিং বাবু।
বক্তারা বলেন, বিগত ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেয়িছি, কিন্তু হারিয়েছি রাজস্ব ভূমি, সমতল ভূমি বসবারত বগুড়া জেলার আদিবাসীগণের ভিটেমাটি। শিক্ষা-সামাজিক ব্যবস্থা ও সনাতন ধর্মীয় উপাসনা আদিবাসীদের জীবন মান উন্নয়নে কেউ এগিয়ে আসছেনা। বগুড়া জেলা প্রসাশক এর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে বাঁচার মত ও সামাজিক উন্নয়নে সহায়তা করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পলাশ প্রভাত চন্দ্ৰ, স্বপন কর্ণদাস, কৃষ্ণ চন্দ্র বর্মন, গৌতম মাহাতো, অমল মাহাতো, মনিলাল প্রমুখ।