বগুড়া প্রতিনিধি:
চলমান করোনা পরিস্থিতি মহামারির সময় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ‘করোনা বুথ’ সেবা চালু করা হয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে।
আজ রবিবার (১৮ জুলাই) দুপুরে এই বুথের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি অফিসার আসিফ আহম্মেদ।
মা নুরজাহান-ইয়াছিন ফাউন্ডেশনের নির্বাহি প্রধান সৈয়দ রিজভী আহম্মেদ ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।
অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতারাব হোসেন, প্রভাষক মোস্তাকিম হোসাইন প্রমূখ।
‘করেনা বুথ’ থেকে উপজেলায় আগত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসার সাধারন মানুষ সম্পূণ্য ফ্রি মাস্ক গ্রহন করতে পারবেন, স্যানিটাইজের মাধ্যমে সুরক্ষা থাকতে পারবেন এবং ব্যবহারিত পুরাতন মাস্ক রাখারও ব্যবস্থা রয়েছে বুথে। আর এই বুথটি উপজেলা পরিষদের মূল ফটকের পাশে স্থাপন করা হয়েছে, যেন সকলেই ব্যবহার সুবিধা পান।
মা নুরজাহান-ইয়াছিন ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূণ্য ফ্রীতে এই করোনা বুথটি স্থাপন করা হয়েছে।