বগুড়া প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় বগুড়ায় ছাত্রদলের নেতার পাশে দাঁড়ালো কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আহত ছাত্রদল নেতা মুরাদ হোসেন মধু’র পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
আহত মধু বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ কাহালু উপজেলা ছাত্রদলের দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে শনিবারে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাঁর ডান পা ভেঙে যায়। খবর পেয়ে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা স্থানীয় একটি ক্লিনিকে তাঁকে দেখতে যান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সহ-সভাপতি শাফিউল মুসাব্বির সাফি, যুগ্মসম্পাদক মহি উদ্দিন রাজু, যুগ্মসম্পাদক করিম প্রধান রনি, রফিকুল ইসলাম রবি সহ-সাংগঠনিক রাজশাহী বিভাগ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, মানিক, সাজু আহমেদ রবি প্রমুখ।
উল্লেখ্য রবিবারের সম্মেলনে আহত মধু সভাপতি নির্বাচিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।