নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সওগাত আরমান নামের যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন।
আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮ টায় তাকে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে গ্রেপ্তার করা হয়।
সওগাত যমুনা ব্যাংকে বগুড়ায় ব্যবস্থাপক হিসেবে দাঁয়িত্বে ছিলেন।
পুলিশ ও দুদক সূত্রে জানা গেছে, যমুনা ব্যাংক সওগাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ করে যে তিনি (সওগাত) ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা তাকে যমুনা ব্যাংকের বগুড়া কার্যালয় থেকে গ্রেপ্তার করে।
বগুড়া দুদক কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বলেন, ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সওগাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে বগুড়া সদর থানা হেফাজতে রয়েছেন।
তাকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, দুদকের হাতে গ্রেপ্তার এক ব্যাংক কর্মকর্তা থানা হেফাজতে রয়েছেন।