নিজস্ব প্রতিবেদক:
টেলিভিশন সাংবাদিক ডিবিসি নিউজের বগুড়ার প্রতিনিধি এবং বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ ‘আমাদের করোনা ও বগুড়া পরিস্থিতি’র প্রধান সমন্বয়ক রাকিব জুয়েল করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে প্রথম সারির এই সম্মুখযোদ্ধা পজিটিভ হন ।
করোনাকালের শুরু থেকে তিনি লকডাউন চলাকালে মানুষের বেপরোয়া বাহিরে আসা যাওয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব ছিলেন।এছড়াও আক্রান্ত ব্যক্তিদের সহায়তার পাশাপাশি করোনায় মৃত্যু ব্যক্তিদেরও দাফনে এগিয়ে এসেছেন।
এছড়াও অনলাইন লাইভের মাধ্যমে প্রতিদিন বগুড়াসহ গোটা দেশবাসিকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন এবং সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেতেন।
রাকিব জুয়েল একটি বলতেন যে, এভাবে মানুষ বের হলে আমরাও এক সময় আক্রান্ত হয়ে যাবো? সত্যি, তাই ঘটলো।