জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় মনিরুজ্জামান নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার রামভদ্রপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চোরাকারবারি দলের অন্যরা পালিয়ে গেলেও সোহেল রানা নামে একজনকে আটক করে বিজিবি। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের নবীর হোসেনের ছেলে ।
আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মনিরুজ্জামান জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনে কয়া বিওপির সদস্য।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার রামভদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযানে যায়। অভিযানে কয়েকজন মাদক চোরাকারবারীরা ভারত থেকে মাদক পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় বিজিবির সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পরলে সুযোগ পেয়ে চোরাকারবারিরা একত্রিত হয়ে মনিরুজ্জামানকে একা পেয়ে তাদের হাতে থাকা টর্চলাইট দিয়ে এলোপাতারি মারধর করে পালিয়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।